টবে বোম্বাই মরিচ চাষ পদ্ধতি সেই সম্পর্কে বিস্তারিত জানুন?
আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে টবে বোম্বাই মরিচ লাগানো সম্পর্কে এই সকল বিষয় বলে নিয়ে আপনাদের সকলের কৌতুহল জাগে যে আপনি টবে বোম্বাই মরিচ কিভাবে চাষ করবেন। কিভাবে তাদের বড় করা যায় এ সকল বিষয় বলি নিয়ে আপনাদের জানার আগ্রহ দেখা দেয় তাই জানতে হলে দেখতে হলে আমার ওয়েবসাইটকে পোস্টটি পড়তে হবে। তবে চলুন বন্ধুরা দেখেনি তবে কিভাবে মরিচ চাষ করা যায়।
মরিচ লাগালে মরিচ ভালো হয় এবং সবচাইতে ভালো জাত হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ খেতে যেমন অনেক মজা এবং এর দামও অনেক বেশি আর সেজন্য সকলে মরিচ চাষ করে লাভবান হতে পারবেন আর সেজন্য আপনার বাড়ির ছাদে এবং বারান্দায় আপনি বোম্বাই মরিচ চাষ করতে পারবেন ।
ভূমিকা
টবে বোম্বাই মরিচ লাগানো খুব সোজা এটা আপনি যেকোনো জায়গায় রাখতে পারবেন এবং এটাতে আপনার বাড়তি কোন ঝামেলা হবে না বোম্বাই মরিচ সব জায়গাতেই ভালো জন্মে বলে সব জায়গাতে বিখ্যাত হয়ে রয়েছে। টবে বোম্বাই মরিচ লাগানো খুব সোজা এটাতে আপনি যখন লাগাবেন তখন কয় প্রকারের সার দিয়ে মাটিকে প্রস্তুত করে লাগাবেন দেখবেন খুব সহজে আপনার কাছ থেকে ভালো জন্মেছে এবং সেখান থেকে আপনি বোম্বাই মরিচের চারা রোপন করেন আর সেজন্য বোম্বাই মরিচ চাষ করা খুব সহজ
টবে বোম্বাই মরিচ চাষ পদ্ধতি
প্রথমে বলে নিয়ে আপনারা একটি টপ নির্বাচন করবেন তারপরে আপনি টপ টাকে ছাদে বা বারান্দায় রাখবেন। তারপর আপনি চারা রোপন করার জন্য মাটি প্রস্তুত করবেন মাটি প্রস্তুত করতে আপনাকে দিতে হবে প্রতি ১০ ইঞ্চি ৫ লিটারের বোতলের জন্য এক-তৃতীয়াংশ গোবর এবং এক চা চামচ টি এস পি এক চা চামচ ইউরিয়া এক চিমটি পটাশ এবং আপনি গোবর সার দিতে পারেন।
তার সাথে সরিষার খৈল দিবেন সেটাকে আপনি রোধে পাঁচ থেকে ছয় দিন রাখবেন ওটা যখন রোদে শুকিয়ে যাবে তখন আপনি ছাড়া লাগাবেন আর এই সময় চারা লাগালে আপনার চারা অনেক ভালোভাবে জন্মাবে সেই মাটিতে ফসল খুব ভালো হবে
মরিচ গাছ কতদিন বাঁচে
একটি মরিচ গাছ কতদিন বাঁচে এবং সে গাছটাই কতদিন ফল দেয় মরিচ গাছ অনেকদিন বাঁচে তার ৮ থেকে ১০ বার জন্ম হয় এবং তার বয়স যখন১৮ থেকে ২০ বছর তখন তার বাড়তি কমতে থাকে এবং সেই গাছটা মারা যায় তখন তাকে আবার নতুনভাবে চারা রোপণ করতে হবে। এবং টবে লাগাতে হবে দেখবেন যে গাছটি অনেক সুন্দর ভাবে ফল দেয় যেটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক মজাদার।
টবে মরিচ গাছের ছবি
মরিচ গাছে সার দেওয়ার নিয়ম
মরিচ গাছে যখন রোপন করবেন তার আগে আপনি বিভিন্ন ধরনের সার যেমন রয়েছে গোবর সার রাসায়নিক সার টি এসপি এগুলো যদি জমিতে দিয়ে লাগানো হয় তাহলে মরিচ গাছটি অনেক সুন্দর হবে এবং আপনি তিন থেকে চারবার সার দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন সময় গাছটি কে নিতে হবে যত্ন নিলে গাছটির ভালো জানতে হবে।
এবং সেজের পূর্বে গাছে আপনাকে ভালোভাবে লাগাতে হবে এবং উঁচু জায়গায় লাগাতে হবে যে গাছটি পানিতে পড়ে মরে না যায় এগুলো খেয়াল করে আপনি যদি গাছে লাগান তাহলে আপনার কাছে অনেক যত্ন নিতে হবে।
মরিচ গাছ কোন মাটিতে ভালো হয়
মরিচ গাছ বেলে দোআশ মাটিতে ভালো হয় যখন দেখবেন মাটি যেন স্যতসেতে না হয় কারণ সাঁত সেঁতে মাটিতে ভালো জন্মে না কারণ এই মাটিতে যদি গাছ লাগানো হয়, গাছ মরে যাবে তাই গাছ লাগানোর জন্য উপযুক্ত মাটি হল বেলে দোআঁশ মাটি এবং গাছটি লাগাতে হবে উঁচু কোন জমিতে যে জমিতে পানি না জমে এবং মাটি উর্বর হতে হবে। তাহলে আপনার মরিচ গাছ ভালো হবে।
মরিচের চারা রোপন পদ্ধতি
মরিচ গাছ লাগাবেন সারি সারি ভাবে যে সারি ২৫ থেকে ২৮ ইঞ্চির দূরে দূরে লাগাতে হবে যাতে এই চারা গাছটি রোপনের সময় যখন ডালপালা বাড়ে তখন যাতে একটি গাছের সাথে ওপর গাছের সংঘর্ষ না হয় সেভাবে লাগাতে হবে এবং লাগানোর সময় গাছটির খেয়াল রাখতে হবে কোন জাতের গাছ লাগাচ্ছেন এবং সেখানে আপনি শতক প্রতি ৫০ কেজি সার প্রয়োগ করবেন যাতে গাছটি ভালোভাবে জন্মাতে পারে ফল ভালো দেয়।
হাইব্রিড মরিচ চাষ পদ্ধতি
হাইব্রিড যাদের মনে ভালো হবে লাগাতে হবে যেন ভালো জানবে এবং এবং মরিচের গাছ এমনভাবে লাগাতে হবে যে গাছে হাইব্রিড জাতের মরিচ ধরে এবং এই মরিচগুলো অনেক ঝাল এবং খেতে অনেক সুস্বাদু সকলে মরিচ চাষ করে অনেক উন্নতি লাভ করছে এবং সকলে যদি আপনারা ভালোভাবে মরিচ গাছ লাগাতে চান তাহলে প্রথমে নির্বাচন করতে হবে যে আপনি কোন জাতের মরিচ চাষ করতে চাচ্ছেন আর সে জাতের মরিচ লাগিয়ে লাভবান হবেন।
মরিচের বীজ থেকে চারা উৎপাদন
মরিচ গাছ থেকে মরিচ খুব সহজে আপনি উৎপাদন করতে পারবেন এবং এ ব্রিজ থেকে ভালো জাতের মরিচ চাষ করা যায় আপনি যদি মরিচ চাষ করতে চান তাহলে জমিতে যে মরিচ লাগান সে মরিচ তাকে ভালোভাবে লাল বানিয়ে রৌদ্রে শুকিয়ে রাখে দিবেন এবং দেখবেন সেখান থেকে আপনি ভালো জাতের বীজ উৎপাদন হয়ে গেছে এবং এটাতে কোন ভেজাল আর মুক্ত ভাবে মরিচের চারা উৎপাদন করতে পারবে।
লেখকের মন্তব্য
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা আমি তাসফিয়া রানী আজকে আপনাদেরকে টপে বোম্বাই মরিচ লাগানো সম্পর্কে আলোচনা করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব সবাইকে টপে মরিচ লাগানো সম্পর্কে বলবেন আমার ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট আপলোড করা হয়ে থাকে আপনাদেরকে আমার ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হল।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url