পেটুকের ছড়া
পেটুকের ছড়া
পেট ছিলো তার মোটা।
ভাত খায় সে থালা থালা,
কাঁঠাল গোটা গোটা।
একদিন সে শশুর বাড়ি,
পেল নিমন্ত্রণ।।
আম কাঁঠাল আর ইলিশ মাছে,
বিরাট আয়োজন।।
মনের মত খেয়ে পেটুক,
পথ চলেছে হেঁটে।
পথের ভিতর হোঁচট খেয়ে,
পেট গেল তার ফেটে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url
এই ছড়াটা কি আপনার লেখা? আসল লেখক সম্পর্কে জানতে চাই।
জি আমি লিখছি