পিতা মাতার প্রতি কেমন আচরণ করা উচিত চলুন দেখে নিন?
আসসালামু আলাইকুম পিতা-মাতার প্রতি কেমন আচরণ করা উচিত কারণ পিতা-মাতার সাথে
সব সময় ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তায়ালা বলেছেন পিতা-মাতার প্রতি সদয় ব্যবহার করো পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না ছোটবেলা থেকে
তোমাদেরকে যেভাবে লালন পালন করেছে ঠিক তাদের সাথে তোমরা সেরকম ব্যবহার কর।
পিতা মাতার মাধ্যমে তোমরা জন্ম নিয়েছো আর এই জন্মের পর থেকে তোমরা কে অনেক আদর
যত্নে বড় করেছে না হলে
তোমরা পৃথিবীর মুখ দেখতে পারবে
না আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন পিতা-মাতার পায়ের নিচে
সন্তানের পিতা-মাতাকে কখনো কষ্ট দিও না বা ক কড়া কথা বলোনা যাতে তারা কষ্ট পায়।
ভূমিকা
পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না তারা
যাতে কখনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে যদি তারা কষ্ট পায় তাহলে
আল্লাহতালা তোমাদের কখনো ক্ষমা করবে না কারণ পৃথিবীতে তোমাদেরকে জন্ম দিয়েছে
জন্ম দেওয়া পর থেকে তোমাদের সকল আবদার পূরণ করেছে এমন কথা বলো না যাতে আল্লাহ
তা'আলা অসন্তুষ্ট হয় তাদের যখন বয়স হয় তখন তাদের মন ছোট বাচ্চাদের মত হয়ে
যায়।
পিতা মাতার প্রতি কেমন আচরণ করা উচিত
পিতা-মাতার সাথে সবসময়
ভালো ব্যবহার করতে হবে পিতা-মাতা মাধ্যমে তারা জন্ম নিয়েছে তোমাদের ভালো থাকার
জন্য তারা অনেক কষ্ট করেছে যাতে তোমরা সুখে থাকতে পারো তারা তোমাদের সুখে রাখার
জন্য অনেক পরিশ্রম অনেক কষ্ট করে তোমাদের জন্য কিছু সম্পদ জমাই যাতে তা আমরা বড়
হয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারো কিন্তু তাদের মনে কখনো কোন ভাবে কষ্ট দিও
না সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের কথা মত চলো মা বাবার দোয়া সব সময়
কাজে লাগে মা বাবা তোমার জন্য যে দোয়াটি করবে আল্লাহ তা'আলা সাথে সাথে কবুল করে
নেয়।
মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
মা-বাবা তার সন্তান জন্ম লাভের পর থেকে আল্লাহ তা'আলা তাদের প্রতি কিছু দায়িত্ব
দিয়েছেন আর সেগুলো তাদের পালন করতে হবে সন্তান জন্ম লাভের পর থেকেই তাদের লালন
পালন করে ইসলামে অনুসারে তাদেরকে বড় করতে হবে যাতে তাদের কোন সমস্যা না হয়
তাদেরকে ইসলামিক ভাবে মানুষ করতে হবে এবং মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না
তাদেরকে এমন ব্যবহার করতে হবে যা কখনো তারা কষ্ট না পায় কষ্ট দিলে আল্লাহতালা ও
খুশি থাকেন আল্লাহ তায়ালা বলে দিয়েছেন মা বাবা পায়ের নিচে সন্তানের বেহেস্ত
মা-বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না তোমাদেরকে ছোটবেলা থেকে যেভাবে তারা লালন
পালন করেছে ঠিক তেমনি তারা বৃদ্ধ হওয়ার সাথে সাথে তোমরা তাদের প্রতি সে দায়িত্ব
ও কর্তব্য পালন করবে।
মা-বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে
মা-বাবার প্রতি সবসময় ভালো ব্যবহার করতে হবে মা-বাবার মনে কষ্ট দেওয়া যাবে না
মা বাবা ছাড়া কোন সন্তান
পৃথিবীতে জন্মগ্রহণ করে না আর জন্ম লাভের পর থেকে তাদের প্রতি আল্লাহতালা
দায়িত্ব ও কর্তব্য হয়ে যায় আর তার জন্য তাকে ভালো ব্যবহার করলে
হবে এবং সব সময় তাদের ভালবাসতে হবে তোমাদেরকে যেভাবে ছোটবেলা থেকে লালন পালন
করেছে বড় হওয়ার পর থেকে তুমি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না সবসময়
তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক
সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক তাদের এ সম্পর্ক কখনো
নষ্ট হয় না এটা আল্লাহর তরফ থেকে করে দিয়েছেন আল্লাহ তা'আলা মানুষকে ভালো পথে
ভালোভাবে চলার জন্য বলেছেন এবং মা-বাবার খেদমত করার কথা বলেছেন বৃদ্ধ বয়সে তারা
অসহায় হয়ে যায় তাদেরকে তোমার সন্তান দের মতো করে লালন পালন করতে হবে এবং তারা
সব সময় চাই তার সন্তানরে ভালো কিছু দিতে ভালো কিছু শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে
তোলে।
মা বাবার সাথে ভালো আচরণ
মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করতে হবে তাদের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না
তাদেরকে যাতে সব সময় ভালো থাকে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে এবং মা-বাবা
এমন একটি জিনিস যা কখনো বলে শেষ করা যাবে না মা বাবার জন্যই আমরা পৃথিবীতে জন্ম
নিয়েছি মা-বাবা ছাড়া কখনো আমরা জন্ম নিতাম না এটা আল্লাহতালার নিয়মাবলির
আল্লাহতালা চাইছেন মা বাবা মাধ্যমে একটা সন্তান জন্ম লাভ করতে তারা চাই যে তাদের
অসহায়ার সময় তারা যেন তাদের পাশে থাকে আর তাদের সাথে ভালো ব্যবহার করা আচরণ
করে।
সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক
মা বাবার সাথে সন্তানের সম্পর্ক মধুর সম্পর্ক তাদের সম্পর্ক কখনো তুলনা হয় না
কারণ মা বাবা সন্তানের জন্য অনেক কিছু করে রাখেন তারা না খেয়ে সন্তানকে
খাওয়ান যাতে তার সন্তান কষ্ট না পায় এবং
বড় হওয়ার সাথে সাথে তাদের অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে সেগুলো তারা নিজে কষ্ট
করে তাদের সে চাহিদাগুলো পূরণ করে থাকে যাতে তার সন্তান ভালো থাকে তার প্রত্যেকটা
সন্তান মা-বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।
সন্তানের সাথে আচরণ
সন্তানের এমন আচরণ হওয়া উচিত নয় যেটা মা-বাবার মনের কষ্ট দেয় মা বাবা আঘাত
পায় আর সন্তান তাদের প্রতি কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে তারা সেটাই তো কর্তব্য
মা-বাবার প্রতি করে থাকেন যেটা কখনো কল্পনা করা যায় না তাদের সাথে খারাপ ব্যবহার
করা যাবে না তাদেরকে করা কথা বলা যাবে না তাদের যে দায়িত্ব গুলো আছে সেগুলো
সঠিকভাবে পালন করতে হবে এবং বৃদ্ধ বয়সে তাদের পাশে দাঁড়াতে হবে।
মা বাবাকে কষ্ট দিলে কি হয়
মা-বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না কারণ কষ্ট দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন
আল্লাহ তা'আলা মাধ্যম দিয়ে তোমাদের সৃষ্টি করেছে আর তোমাদেরকে অনেক কষ্টে তারা
বড় করেছে লালন পালন করেছে এখন বৃদ্ধ বয়সে যদি তোমরা তাদের পাশে না থাকো তাহলে
তাদের মনে যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহতালা তোমাদের কখনো ক্ষমা করবে না
আল্লাহতালা সব সময় বলেছেন তোমাদের মা বাবার প্রতি তোমরা ভাল ব্যবহার করো তাদের
মনে কখনো কষ্ট দিও না যাতে তোমাদের ভবিষ্যতে সন্তান তোমাকে আর কষ্ট দেয় আল্লাহ
এটা অপছন্দ করেন সব গুনাহর মাপ আছে কিন্তু মা বাবার কষ্ট গুনা আর কখনো মাপ দেয়
না মা বাবার জন্য সবসময় তোমরা দোয়া করবে যাতে মা-বাবা মৃত্যুর পরে কবরে গিয়ে
শান্তি ভাবে থাকতে পারে।
মা-বাবার প্রতি সদাচরণ
মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবা কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত মা
বাবার প্রতি তোমরা বৃদ্ধ বয়সে যেরকম ব্যবহার করবে ঠিক তোমরা যখন বৃদ্ধ হবে ঠিক
সেই রকমই ব্যবহার তোমাদের সন্তান তোমাদের প্রতি করবে কারণ তোমাদের মা বাবার প্রতি
সাধারণ কর তাদের দোয়া তোমাদের জন্য সব সময় করা হয় মা বাবা যে দোয়া করুক না
কেন এটা যদি বড় নিশ্বাস ফেলে আল্লাহতালার কাছে কখনো ভুল করে মা-বাবা করে ফেলে
সাথে সাথে আল্লাহ তায়ালা কবুল করে
নেয় আর সেভাবে তোমার জীবনে ধ্বংস আসতে পারে তাই মা বাবার মনে কখনো কষ্ট
দিবে না তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলবে এবং বৃদ্ধ বয়সে
তাদের বৃদ্ধাশ্রমে দিওনা তোমরা তাদের পাশে থাকো এবং তাদের কাছ থেকে ভালো দোয়া
নাও যাতে তোমরা সামনের দিকে ভালো কিছু করতে পারো আর মৃত্যুর পরেও তোমাদের মা বাবা
দোয়া করে থাকেন আর মা-বাবার দোয়া সব সময় কাজে লাগে।
সন্তানের পাপের জন্য কি মা
সন্তান যদি কখনো খারাপ কাজ করে থাকে তবে তার দায়ভার তার মা-বাবার উপরে এসে পড়ে
কারণ মা-বাবা যদি ভালো শিক্ষা দিত তাহলে একটা সন্তান কখনো খারাপ পথে যেতে পারত না
আর সেটার জন্য মা-বাবাকে অনেক কষ্ট ভোগ করতে হবে তাই সন্তান দের প্রতি মা বাবার
সব সময় ভালো ব্যবহার করতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা-বাবার পায়ের
নিচে সন্তানের বিয়ে তার মা বাবার
দোয়াটি হল রাব্বির হাম্মা কামা রাব্বি আনি সাগিরা এই দোয়াটি আপনার
মা-বাবার কবরের পাশে গিয়া কি করবেন তাহলে আপনার জন্য আপনার মা-বাবার গুনাহ থেকে
মাফ পেয়ে যাবে তাই সকল সন্তানদের বলবো তোমরা কখনো পাপ কাজ করো না যেটা তার মা
বাবার ওপর এসে পড়ে আর মা-বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করো।
লেখকের মন্তব্য
আসসালামু আলাইকুম আমি তাসফিয়া রানী আজকে আপনাদেরকে জানালাম মা-বাবার প্রতি কেমন
আচরণ করবেন মা বাবার প্রতি সবসময় আপনার ভালো আচরণ করবেন কারণ মা-বাবার পায়ের
নিচে সন্তানের বেহেশত এই কথাটি সবসময় মনে রাখবেন আর আমার আর্টিকেলটা যদি আপনার
ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে জানাবেন মাতা পিতার
প্রতি ভালো ব্যবহার করতে আমার ওয়েবসাইটের নতুন নতুন পোস্ট আপডেট দেওয়া হয় আমার
ওয়েব সাইটে এসে আপনারা ভিজিট করা অনুরোধ রইল।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url